![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/09/14/140522119140921_10158466183449890_425014564627518601_n.jpg)
'বাবা'র সঙ্গে কথাটা শেষ হলো না : আইরিন
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৫
সাদেক বাচ্চু আঙ্কেল এই সেপ্টেম্বরের ৪ তারিখে আমাকে ফোন দিয়েছিলেন। তখন আমি বাইরে, আমি বললাম আঙ্কেল আমি তো বাইরে। বাসায় গিয়ে ফোন দিচ্ছি। সেদিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেছে। আর তারপরেরদিনও ফোন দেওয়া হলো না। পরে আমি যখন ফোন দিলাম, তখন তিনি হাসপাতালে। ফোন কেউ ধরলো না। উনি আমাকে শেষ কী বলতে চেয়েছিল আমি জানি না। এখন আফসোস লাগছে, জানি এই আফসোসটা চিরদিন থেকে যাবে।
সদ্যপ্রয়াত সাদেক বাচ্চু সম্পর্কে বলতে গিয়ে এভাবেই কালের কণ্ঠকে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলছিলেন চিত্রনায়িকা আইরিন।