ঢাকা-বরিশাল নৌপথে চলাচলরত এমভি পারাবত-১১ নামে একটি লঞ্চের কেবিনে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ। সোমবার সকালে বরিশাল নদীবন্দরে নোঙর করা ওই লঞ্চটির তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার হওয়া ওই নারীর বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সকালে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার রাতে পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়। সোমবার ভোরে বরিশাল নদীবন্দরে লঞ্চটি নোঙর করে। যাত্রীরা লঞ্চ থেকে নেমে যায়। পরে লঞ্চটির কর্মীরা কেবিন পরিষ্কার করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনে নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কারণ কেবিনটি একজন পুরুষের নামে নেওয়া ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.