বিদ্যুতের মিটার চুরি করে ফোনে টাকা আদায়
প্রথমে পল্লী বিদ্যুতের মিটার চুরি করে চক্রটি। এরপর তারা মিটারের জায়গায় মুঠোফোন নম্বর রেখে যায়। সেই নম্বরে কল করলে বলা হয়, ফোনে ৮ থেকে ১০ হাজার টাকা পাঠালে মিটার ফেরত পাওয়া যাবে। টাকা পাঠালে রাতে মিটার রেখে যাওয়া হয়।
একই সঙ্গে বিষয়টি পুলিশকে না জানানোর জন্যও সতর্ক করা হয়। এভাবে প্রতারক চক্রটির খপ্পরে পড়ে অনেকে টাকা পাঠিয়ে চুরি যাওয়া মিটার ফেরত পেয়েছেন। অভিনব প্রতারণার এ ঘটনা ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায়।