![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-344424-1600014301.jpg)
কাজ না করেও নিজের নাম লাগাতে এমপি মোকাব্বিরের ‘প্রতারণা’
সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার-গামতলা সড়ক পাকাকরণের কাজ শেষ হয়েছে এক বছর আগে। আর এ সড়ক পাকাকরণের অনুমোদন দেয়া হয়েছিল তিন বছর আগে।
কিন্তু এমপির বরাদ্দ থেকে কাজ না করেও জনগণকে প্রতারিত করে নিজের নামফলক লাগিয়ে সড়ক উদ্বোধন করতে প্রতারণার আশ্রয় নিলেন এমপি মোকাব্বির খান।