যশোরের অভয়নগরে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে অভয়নগর থানা পুলিশের অভিযানে অভিযুক্ত মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের লিয়াকত আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (২৬), খুলনার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে হাবিব (২৮) ও একই এলাকার মৃত আফিল উদ্দিন শেখের ছেলে ফরিদকে (২২) গ্রেফতার করা হয়।
রোববার গ্রেফতার তিনজনকে যশোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
জানা গেছে, এক কিশোরী তার ২ বছর বয়সের ভাগ্নেকে নিয়ে নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা গ্রামে বড় বোনের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিল। এ সময় লম্পট হাসান আলী ও হাবিব ওই কিশোরীর গতিরোধ করে রাস্তার পাশের একটি বাগানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। লম্পট হাসান আলী ও হাবিব তাদের সহযোগী ফরিদকে ঘটনাস্থলে ডাকে। এরপর লম্পট হাসান আলী ও হাবিব কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার দিলে হাসান আলী ও হাবিব পালিয়ে যায়। পরে ওই কিশোরী বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে পরিবার থানায় অভিযোগ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.