'খুব মিস করছি তোকে!' লকডাউনে দেখা নেই বহুদিন, মেয়ে আইরার জন্য মনখারাপ মহম্মদ শামির
মন ভালো নেই ভারতের জাঁদরেল পেসার মহম্মদ শামির। নিজে রয়েছেন দুবাইতে। কিংস ইলেভন পঞ্জাবের হয়ে IPL 2020-তে খেলবেন তিনি। এ দিকে আবার লকডাউনের কারণে বহু দিন দেখা হয়নি মেয়ে আইরার সঙ্গে। বিবাহবিচ্ছেদ জনিত মামলাপ কারণে, যে আইরা এখন শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সঙ্গেই থাকে।
সংবাদমাধ্যম পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মহম্মদ শামি বলছেন, 'লকডাউনের কারণে বহু দিন ওকে দেখতে পারিনি আমি। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ও। খুব মিস করছি আইরাকে।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| ভারত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে