আকাশে উড়ল ইরানের প্রথম ড্রোন 'কামান'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী গেল শুক্রবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কমব্যাট ড্রোন 'কামান-১২' আকাশে উড়িয়েছে।
এটি পারস্য উপসাগরে চলমান সামরিক মহড়ায় ব্যবহার করা হয়েছে। ফলে এই প্রথম ড্রোনটি আনুষ্ঠানিকভাবে আকাশে উড়ানো হলো।
'কামান-১২' ড্রোন সাফল্যের সঙ্গে তার অভিযান সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। ড্রোনটি তার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি মহড়া অঞ্চলে নজরদারির কাজও করেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ড্রোন
- প্রথমবারের মতো