চুল ছাঁটাতে গিয়ে পুড়ল কপাল
‘পারে না ঘট গড়তে, নিয়ে বসে কুলার (মাটির বড় পাত্র) বায়না’—কথাটা বোধ হয় এই নাপিতের বেলাতেই খাটে। চুল ছাঁটানোর সাধারণ দক্ষতাও নেই তাঁর। সেখানে তিনি ভিনদেশি এক স্টাইলে চুল ছাঁটানোর মুনশিয়ানা দেখাতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত চুল ছাঁটাতে আসা ব্যক্তির কপালটাই পুড়িয়ে ছেড়েছেন। নাপিতের কপালটাও ফাঁকা যায়নি। ঝুলেছে মামলার খড়্গ। খবর এএফপির।
ফ্রান্সের এই ঘটনাটা সপ্তাহখানেক আগের। তবে দেশটির পুলিশ বিষয়টি প্রকাশ করেছে গত শুক্রবার। অবশ্য ঘটনার দুই পক্ষের কারও নাম-পরিচয় প্রকাশ করেনি তারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অগ্নিদগ্ধ
- নাপিত
- চুল কাটা