![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/09/13/image-182440-1599969637.jpg)
সুইডেনে ফের পোড়ানো হল কোরআন
ফের মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে সুইডেনে। গত বৃহস্পতিবার দেশটির মুসলিম অধ্যুষিত এলাকায় ডেনমার্কের এক ডানপন্থী দল কোরআন পুড়িয়ে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে করা এক বিক্ষোভের মধ্যে ডেনমার্কের স্ট্রাম কুর্স দলের সদস্যরা স্টকহোমের রিঙ্কবিতে কোরআনের পুড়িয়ে দেয়।
স্ট্রাম কুর্স দলের লিডার কোরআন পোড়ানোর ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক ব্যক্তি কোরআন পুড়িয়ে দিচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কোরআন পোড়ানো