এবার কি ইসরায়েলের দিকে ঝুঁকবে সৌদি?
১৯৪৮ সালে তৈরি হওয়ার পর থেকে গত সাত দশকের বেশি সময় ধরে মাত্র দুটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছিল ইসরায়েল। তবে সেই রেকর্ড এখন পুরোনো। গত এক মাসেই দুটি আরব দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর তাদের অন্যতম মিত্র সৌদি আরবও কী ইসরায়েলের দিকে ঝুঁকবে কি না তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এই বিষয়টি বিশ্লেষণ করে খবর প্রকাশ করেছে বিবিসি।
ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সৌদি আরব সহ আরব বিশ্বের অন্যান্য দেশ এখন কী অবস্থান নেয় সেদিকে নজর রাখছেন বিশ্লেষকরা। কয়েক দশক ধরে অধিকাংশ আরব দেশ ইসরায়েলকে বয়কট করে এসেছে এবং জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি বিবাদের মীমাংসা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না।