পুলিশের নজর এবার সারার দিকে!
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে বলিউডের অনেক তারকার দিকে সন্দেহের চোখ পুলিশের। সম্প্রতি গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। এখন তিনি মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রয়েছেন। মাদক যোগের জন্য নারকোটিকস এনসিবি গ্রেফতার করেছে এ অভিনেত্রীকে। এবার এনসিবির নজরে বলিউডের আরো তিন অভিনেত্রী। এরমধ্যে রয়েছেন সারা আলী খান।
এছাড়াও পুলিশের নজর রয়েছে দু’জন অভিনেত্রী রকুল প্রীত ও সিমন খামবাট্টার দিকে। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রিয়া জানিয়েছেন সারা, রকুল ও সিমন মাদক নিয়েছেন। এনসিবিকে দেওয়া ২০ পাতার বিবৃতিতে রিয়া এই তিন অভিনেত্রীর নাম বিশেষ করে উল্লেখ করেছেন।