চা বাগানে রাবার চাষের বিকল্প হতে পারে কফি
উপযোগি মাটি আবহাওয়া জলবায়ু ও উপযুক্ত পরিবেশ থাকায় মৌলভীবাজারের পাহাড়ি টিলা ভূমিতে বাণিজ্যিক ভাবে এরাবিকা জাতের কপি চাষের সম্ভাবন রয়েছে। পরীক্ষামুলক ভাবে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে কপি চাষ করা হয়েছে।
৭ সালে ওই চা বাগানের ৪ টি বাংলোর সামনে ৪০ একর ভূমিতে পরীক্ষামুলক ভাবে সুদূর আফ্রিকা মহাদেশের ইতোপিয়ার এরাবিকা জাতের ১০ হাজার কপির চারা লাগানো হয়েছিল। এ বছর ফল এসেছে। কোম্পানী বাংলোর সামনে গাছগুলো অনেকটা বড় হয়েছে। সারিবদ্ধ ভাবে ফিশারী বাংলোর সামনে বেশ কিছু গাছ রয়েছে।