মাইগ্রেনের খাদ্যাভ্যাস
প্রথম আলো
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৫
আমাদের জীবনে খাদ্যাভ্যাস বেশ বড় একটি ভূমিকা পালন করে। মাথাব্যথা ও মাইগ্রেনের সঙ্গেও রয়েছে এর গভীর সম্পর্ক। খাদ্যাভ্যাস পরিবর্তন করেও আমরা মাইগ্রেনের ব্যথা এড়াতে পারি। মাইগ্রেনের রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত ও অনুচিত, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ‘মাইগ্রেন ও মাথাব্যথা সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এসকেএফ নিবেদিত ‘মাথা নিয়ে মাথাব্যথা’ অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে।
এবারের প্রতিপাদ্য ‘মাইগ্রেনের খাদ্যাভ্যাস’। এ পর্বে অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম। সঞ্চালনায় ছিলেন সারা ফ্যায়রুজ যাইমা।