কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরিবারের কারো ক্যান্সার ধরা পড়লে যা করবেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৭

ক্যান্সার একটি মারণব্যাধি। যার রয়েছে অনেক প্রকারভেদ। এই রোগে পৃথিবীতে প্রতি বছরই অসংখ্য মানুষের মৃত্যু ঘটে। এছাড়া লাখো মানুষ বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। একবার এই রোগ হলে এর থেকে পরিত্রাণ পাওয়া কষ্টকর। তবে অসম্ভব কিছু নয়।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ডা. রফিক আহমেদ বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি লোকের বাস। আমাদের দেশে প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লাখ লোক বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হন। শহর ও গ্রামের অসংখ্য রোগী ক্যান্সারে ভুগছে। বেশিরভাগ রোগীই চিকিৎসা থেকে বঞ্চিত কিংবা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না কিংবা শেষ পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে।

ক্যান্সার রোগীর চিকিৎসা পেতে হলে আমাদের দেশের জনগণের ক্যান্সার সম্পর্কে সচেতন হতে হবে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার রোগের প্রতিরোধ এবং রোগ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও