You have reached your daily news limit

Please log in to continue


ফোনের ডিসপ্লের নিচে ক্যামেরা

এত দিন সামনে ও পেছনে ক্যামেরাযুক্ত স্মার্টফোনের কথা শুনেছেন। এবারে ডিসপ্লের নিচে ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই। পঞ্চম প্রজন্মের (৫জি) মোবাইল নেটওয়ার্ক উপযোগী স্মার্টফোনটির নাম ‘অ্যাক্সন ২০’। জেডটিই একে বিশ্বের প্রথম ‘আন্ডার-ডিসপ্লে ক্যামেরা ফোন’ হিসেবে দাবি করেছে। চলতি মাসের শুরুতে চীনের বাজারে ফোনটি অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। জেডটিইর বিবৃতিতে বলা হয়, বিশেষ উপাদানে তৈরি স্মার্টফোনটিতে ডুয়েল কন্ট্রোল চিপ, অনন্য ড্রাইভার সার্কিট, বিশেষ পিক্সেল ম্যাট্রিক্স, নিজস্ব সেলফি অ্যালগরিদমসহ পাঁচটি কোর প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন