![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/12/d110ff4ac6e24b22ae3ba69995c6143f-5f5c111221f4c.jpg?jadewits_media_id=688078)
ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে এগিয়ে হাই-টেক পার্ক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:০০
সরকার সারাদেশে হাই-টেক পার্ক নির্মাণ করছে। এরমধ্যে দুটো পুরোপুরি চালু হয়েছে।একটির নির্মাণ কাজ চললেও সেখানে যেসব প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে তারমধ্যে একাধিক প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। কয়েকটির হাই-টেক পার্কেরনির্মাণ কাজ চলমান রয়েছে।