চায়ের দেশ মৌলভীবাজার এখন হয়ে উঠছে আনারসের দেশ
আবহাওয়া অনুকূলে থাকায় এবারে মৌলভীবাজার পাহাড় টিলায় "জায়েন্ট কিউ" তিন মাসি আনারসের ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে বাজারে উঠতেও শুরু করেছে। আর ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি। তবে কৃষি বিভাগ বলছে, এ অঞ্চলে হানিকুইন জাতের আনারস বেশি উৎপাদন হলেও- তাদের সার্বিক সহযোগিতায় কয়েক বছর ধরে জায়েন্ট কিউর ফলনও ভালো হচ্ছে। মৌলভীবাজারের পাহাড় টিলার মাটি আনারস চাষের উপযোগী।