ছোটবেলায় স্পাইডারম্যানের গল্প জানার আগ্রহ সবারই কম-বেশি হয়। ছবিতে সেই যে নিউইয়র্ক সিটির বাসিন্দা স্কুলছাত্র পিটার। সে এক তেজস্ক্রিয় মাকড়সার কামড়ে মাকড়সার মতো ক্ষিপ্ততা আর ক্ষমতা লাভ করে। অতি মানবীয় ক্ষমতা আর দেওয়াল বেয়ে ওঠার ক্ষমতা লাভ করে সে আর এভাবেই গল্প এগিয়ে যায়। স্পাইডার ম্যানের এই গল্প সকলের পছন্দের।
কিন্তু বাস্তবে কি এইরকম স্পাইডারম্যানের মতো শক্তি কারো দেখা যেতে পারে? আসলে পৃথিবীতে বোধহয় কোনো কিছু অসম্ভব নয়। পৃথিবীতে চারপাশে এতো কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা দেখলে চক্ষু চড়কগাছ হতে হয়। অসম্ভব অনায়াসে সম্ভব পরিনত হয়। এবার এমনই হলো। টিভির পর্দার স্পাইডারম্যানের দক্ষতার সাথে এক বাচ্চার দক্ষতার মেলবন্ধন ঘটলো। চলুন পুরো বিষয়টি জেনে নিই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.