পোড়া শিবিরের ৪০০ এতিম শিশুকে নেবে ১০ দেশ
গ্রিসের লেসবস দ্বীপে পুড়ে যাওয়া মোরিয়া শরণার্থীশিবিরের ৪০০ এতিম (অভিভাবকহীন) শিশুর দায়িত্ব নেবে ইউরোপের ১০ দেশ। এদের মধ্যে অধিকাংশকেই নেবে জার্মানি ও ফ্রান্স।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হোস্ট জিহুফা আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেছেন, এই ৪০০ শিশুর মধ্যে জার্মান ও ফ্রান্স নেবে ১০০ থেকে দেড় শ করে; নেদারল্যান্ডস ৫০, ফিনল্যান্ড ১১ জনকে নেবে।
অবশিষ্ট শিশুদের নেবে সুইজারল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, লুক্সেমবার্গ ও পর্তুগাল। এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল গ্রিসের প্রধানমন্ত্রীকে ফোন করে এই শিশুদের নেওয়ার কথা জানিয়েছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শরণার্থী শিবির
- এতিম শিশু