You have reached your daily news limit

Please log in to continue


সাকিব বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার : ভিলিয়ার্স

২০১৯ বিশ্বকাপে নিজেকে নতুন করে চিনিয়েছেন সাকিব আল হাসান। এই বিশ্ব আসরে ৬০৬ রানের সঙ্গে ১১ উইকেট নেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পুরো আসর জুড়েই তিন নম্বরে খেলে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০-এর বেশি রান এবং ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন। মূলত প্রোটিয়া তারকা এবিডি ভিলিয়ার্সের পরামর্শেই তিন নম্বরে ব্যাট করেছিলেন সাকিব। এক লাইভ আড্ডায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভিলিয়ার্স। তার চোখে সাকিব বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘আমি সবসময়ই সাকিবকে বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করি অবশ্যই। বিশেষ করে ব্যাটসম্যান হিসেবে। অনেক ক্রিকেটারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে যাদের মধ্যে অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অলরাউন্ডাররা শুধু ব্যাটিংয়ে করে না। তারা সব ক্ষেত্রেই ভালো করে। তারা ৬ কিংবা ৭ নম্বরে ব্যাটিং করতে পারে আবার ৫,৬,৭ নম্বরেও করতে পারে। একই সঙ্গে বোলিংও করতে পারে। এটাই হলো একজন অলরাউন্ডার।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন