হঠাৎ সরব বিএনপির কার্যালয়

সময় টিভি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:১৯

জাতীয় সংসদের চারটি শূন্য আসনে বাংলাদেশ ন্যাশনাল পার্টির( বিএনপি) মনোনয়ন ফরম কিনেছেন ২৯ জন। শুক্রবার( ১১ নভেম্বর) ফরম জমা দেওয়ার দিন মনোনয়ন প্রত্যাশী নেতা এবং তাদের সমর্থকদের উপস্থিতিতেই সরব হয়ে ওঠে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক। সকাল ১০টা থেকে মনোনয়ন প্রত্যাশীরা সমর্থকদের মিছিল নিয়ে ফরম জমা দেন।

 আজ ফরম জমা দেওয়ার দিন সব অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের বড় একটি অংশকে জড়ো হন নয়াপল্টনে। করোনাভাইরাসের মহামারির মধ্যেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে মনোনয়ন প্রার্থীকে নিয়ে হাজির হন। তাদের হাতে ছিল দলীয় প্রতীক ধানের শীষ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। এ সময় মননয়ন প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘১৯৯১ সালে এই আসন থেকে বেগম খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও