জোর করে স্ট্যাম্পে আঙ্গুলের ছাপ নেয়ায় মেয়রের বিরুদ্ধে জিডি

যুগান্তর স্বরূপকাঠি প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯

সম্পত্তির ভাগ-বাটোয়ারা সংক্রান্ত ঘটনায় হালিমা খাতুন (৯২) নামের শয্যাশায়ী এক বৃদ্ধার কাছ থেকে জোর করে স্ট্যাম্পে আঙ্গুলের ছাপ নেয়ার অভিযোগে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হালিমা খাতুনের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলির (টিপ) ছাপ নেয়ার পর তার পক্ষে বিকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ওই জিডি করা হয়। হালিমা খাতুন প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেনের মা।

হালিমা খাতুন জিডিতে অভিযোগ করেন, তার ২ মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পুত্রবধূ জেবুন্নেছার যোগসাজশে মেয়র কবির জবরদস্তি করে তার কাছ থেকে টিপসই নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও