![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-343740-1599827249.jpg)
‘মিসবাহর সঙ্গে কাজ করতে সমস্যা নেই’
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ বলেছেন, জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের সঙ্গে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আমি তার সম্পর্কে যা কিছু বলেছিলাম তা এখন অতীত। এখন আমাদের একটাই লক্ষ্য দেশের ক্রিকেটের উন্নতি করা।