১১ বছর কোনো ছুটি নেইনি : পলক

জাগো নিউজ ২৪ সিংড়া প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ার অসম্পূর্ণ কাজ এবং উন্নয়ন আমি সমাপ্ত করতে চাই। আল্লাহপাক তৌফিক দিলে আজীবন আপনাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খেজুরতলা থেকে শেরকোল পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পলক বলেন, আপনাদের ভালোবাসায় আমার নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে সক্ষম হয়েছি। ১১ বছর কোনো ছুটি নেইনি। প্রতি সপ্তাহে আমার নির্বাচনী এলাকার মানুষদের সময় দিয়েছি। তাদের জন্য করোনার দুঃসময়েও ছুটে এসেছি। সরকার তথ্য-প্রযুক্তির মাধ্যমে করোনার এ সময়ে সংসদ টিভির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ক্লাস এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা প্রদান করা হচ্ছে। শেখ হাসিনার সরকারের দূরদর্শীতায় বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও