২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি। এই বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১০০ জন। দেশের আট বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে মৃত্যু হার সবচেয়ে কম।শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।এদিকে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন।
এখনও পর্যন্ত মোট মারা গেছেন চার হাজার ৬৬৮ জন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।দেশে করোনায় মোট মারা যাওয়া চার হাজার ৬৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন দুই হাজার ২৫৮ জন, যা শতকরা হিসাবে ৪৮ দশমিক ৩৭ শতাংশ। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৯৮৯ জন,অর্থাৎ ২১ দশমিক ১৯ শতাংশ। রাজশাহী বিভাগে মারা গেছেন ৩১২ জন, ছয় দশমিক ৬৮ শতাংশ।