করোনা মোকাবিলায় গুলির নির্দেশ কিম প্রশাসনের
এবার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে গুলির নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া। কোভিড-১৯ এর উৎপত্তিস্থল চীন থেকে কেউ সীমানা পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকলেই গুলি করে হত্যার আদেশ দিয়েছে কিম প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের-
সিএসআইএসের এক সম্মেলনে মার্কিন কমাণ্ডার আব্রামস বলেন, চীনা সীমান্তের এক অথবা দুই কিলোমিটার এলাকায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করেছে পিয়ংইয়ং। তিনি আরো বলেন, সেখানে উত্তর কোরিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। করোনা প্রতিরোধে সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়াদের গুলি করে হত্যার অনুমতি দেয়া হয়েছে এই বাহিনীকে।