মিলল না স্বস্তি, জামিন আবেদন খারিজ রিয়া চক্রবর্তীর!
বৃহস্পতিবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty Bail Plea) জামিনের আবেদনের শুনানি ছিল মুম্বইয়ের বিশেষ আদালতে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু (Sushant Singh Rajput Death Case) তদন্তে নেমে মাদক চক্রের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার সন্ধেবেলা গ্রেফতার করেছিল নার্কোটিকস কনট্রোল ব্যুরো। শুনানি শেষে বিশেষ আদালত জানায়, রিয়া ও তাঁর ভাই শৌভিককে (Showik Chakraborty) জামিন দেওয়া হবে কি না তার চূড়ান্ত রায় জানানো হবে শুক্রবার ১১ সেপ্টেম্বর।
এদিন সকালে বিচারক জি বি গুরাও জামিন সক্রান্ত রায় ঘোষণা করেন। রিয়া এবং শৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও চার জনের জামিনের আবেদনে রায় ঘোষণা করেন তিনি। এবং ৬ জনেরই জামিনের (আব্দুল বশিত, জায়েদ ভিলাত্রা, দীপেশ সাওয়ান্ত এবং স্যামুয়েল মিরান্ডা) আবেদন খারিজ হয়ে যায় আদালতে। ফলে আগামীদিন বাইকুলা জেলেই কাটাতে হবে রিয়া চক্রবর্তীকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.