পিসিবির প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব!
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের সবচেয়ে বড় সমালোচক বোধহয় তিনিই। আইসিসি র্যাংকিং’য়ে পাকিস্তানের ক্রমাগত অবনতির পাশাপাশি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের খারাপ পারফরম্যান্স। সবকিছু নিয়ে দলের হেড কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের সমালোচনায় দিনকয়েক আগে মুখর হয়েছিলেন শোয়েব আখতার। কিন্তু পিসিবি’র অন্দরমহলে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে মতপার্থক্য সরিয়ে খুব শীঘ্রই মিসবার সঙ্গে দলের উন্নতির স্বার্থে কাজ করতে দেখা যেতে পারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে।
মিসবাহকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক পদে শোয়েব আখতারের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে ক্রমশ। বৃহস্পতিবার এব্যাপারে পিসিবি’র সঙ্গে আলোচনার কথা স্বীকার করে নিলেন খোদ আখতার। একটি ইউটিউব চ্যানেলে এ প্রসঙ্গে প্রাক্তন স্পিডস্টার খোদ জানিয়েছেন, ‘একথা আমি একবারের জন্যও অস্বীকার করছি না। পিসিবি’র সঙ্গে এব্যাপারে আমার কথাবার্তা চলছে এবং আমি পাকিস্তান ক্রিকেটের জন্য এই দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক। তবে এখনও চূড়ান্ত নয় কিছুই।’