সবুজ নয়, ধানক্ষেত ভরে উঠেছে বেগুনী রঙে
ধান ক্ষেতের দৃশ্যপট ভাবলেই চোখের পর্দায় ধরা দেয় দিগন্ত জোড়া সবুজের সমারোহ। ঝির ঝিরে বাতাসের সবুজের ঢেউ খেলানো সে দৃশ্যে মুগ্ধ হন সবাই। তবে এবার সে চিরাচরিত নিয়মকে পেছনে ঠেলে ক্ষেত ভরে উঠেছে বেগুনি রঙের পাতায়। যে কারো প্রথম দর্শনে ধান ভাবতে অবাক লাগবে। চারদিকে বিস্তৃত সবুজ ধান ক্ষেতের মধ্যে বেগুনী রঙের ধানগাছ দেখে অনেকে অবাক হচ্ছেন! না হবাক হবার কিছু নেই, তেমনটিই ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধান চাষ
- বেগুনি ধান