জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের দরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরণের নাম ভাঙিয়ে উৎকোচের লাখ লাখ টাকা অবশেষে ফেরত দিতে বাধ্য হচ্ছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান-মেম্বাররা। গত ২০১৯ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক সুরক্ষা দিতে জামালপুর ও কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনরগোষ্ঠীর মাঝে বিনামূল্যে গরু বিতরণ করার লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া 'প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ' শীর্ষক প্রকল্প গ্রহণ করে।