You have reached your daily news limit

Please log in to continue


বসুন্ধরার তিন বিদেশি ঢাকায়

আজ কুয়ালালামপুরে এশিয়ান অন্তর্ভূক্ত দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে এএফসি কাপ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেয় এএফসি। এএফসি কাপের জন্য তিন বিদেশিকেও দলভুক্ত করেছিল বসুন্ধরা। তারা গতকাল ঢাকায় পৌঁছায় আর ঠিক তখনই টুর্নামেন্ট বাতিল হয়। কাল ঢাকায় এসেছেন কিংসের তিন বিদেশি- আর্জেন্টাইন হার্নান বার্কোসের সঙ্গে দুই ব্রাজিলিয়ান জোনাথন দা সিলভেইরা ফার্নান্দেজ এবং ২৫ বছর বয়সী উইঙ্গার আজেভেদো দা সিলভা রবিনহো। কাল সকাল সাড়ে ৯টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসেন তারা। শনিবার তিন বিদেশির করোনা পরীক্ষাও করানো হবে। কোভিড-১৯ পরীক্ষার ফলের ওপরই নির্ভর করছিল তাদের ক্যাম্পে যোগ দেয়া। তবে বৈশি^ক মহামারীর কারণে এএফসি কাপের এই আসরটি হওয়ায় এখন নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করতে চায় বসুন্ধরা কিংস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন