![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fec1a2620-d0c1-4ed0-93c9-357daf21a634%252F8a0190b6-5534-48ff-82b2-d7f5edae0af7.jpg%3Frect%3D0%252C0%252C310%252C163%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মামলা করলেও অনেকে ভয়ে আপস করে ফেলেন
প্রথম আলো
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৫
২০১৭ সালের ৮ জুলাই নরসিংদীর মধ্যকান্দাপাড়ায় খুন হন এক নারী। পরিবারের ভাষ্যমতে, খুনের ঘটনাটি ঘটে সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টার মধ্যে। ওই নারীর একমাত্র ছেলে তখন স্কুলে এসএসসির প্রাক্-নির্বাচনী পরীক্ষা দিচ্ছিল। সে বাড়ি ফিরে দেখে রক্তে ভেসে যাচ্ছে সব। মা আর নেই। এক দিন-দুই দিন করে তিন সপ্তাহ পার হয়ে যায়। হত্যা রহস্যের কিনারা করতে পারে না পুলিশ। নিহত নারীর স্বামী, মেয়ে ও জামাতাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর ডাক পড়ে তাঁর একমাত্র ছেলেটির (ছেলেটি অপ্রাপ্তবয়স্ক বলে তার ও তার মা-বাবার নাম প্রকাশ করা হলো না)।