ঘরেই তৈরি করুন বাটার বান
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৫
                        
                    
                সকালের নাস্তায় বাটার বান খান অনেকেই। এটি শিশুদেরও অনেক পছন্দের একটি খাবার। তবে বাইরে থেকে কেনার বদলে ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই খাবারটি। চলুন তবে জেনে নেয়া যাক বাটার বান তৈরির সহজ রেসিপি-
উপকরণ:
ময়দা ২ কাপ
ইস্ট ১ টেবিল চামচ
গুঁড়া দুধ ৪ টেবিল চামচ
লবণ ১ চা চামচ
ডিম ১টি
চিনি আধা কাপ
মাখন ২৫ গ্রাম এবং কিশমিশ
চেরি
মোরব্বা ও বাদাম প্রয়োজনমতো।
- ট্যাগ:
 - লাইফ
 - বাটার ক্রিম
 - বাটারের ব্যবহার