You have reached your daily news limit

Please log in to continue


সু চির দুঃস্বপ্নের শুরু

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনা বাহিনীর ভয়াবহ নিপীড়ন ও গণহত্যা চালানোর কথা স্বীকার করা দুই সেনা সদস্য নেদারল্যান্ডসের দ্য হেগে পৌঁছানোর খবর ফাঁস হওয়ার ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। উদ্ভুদ এই পরিস্থিতিকে মিয়ানমারের সামরিক বাহিনী, সরকার এবং বিশেষ করে স্টেট কাউন্সেলর অং সান সু চির জন্য দুঃস্বপ্নের শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মিয়ো উইন তুন (৩৩) ও য নিং তুন (৩০) নামের ওই দুই সেনা মিয়ানমার বাহিনীর পক্ষ ত্যাগ করে রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রামরত আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করে এই স্বীকারোক্তিমূলক বিবৃতি দেন। সম্প্রতি তারা দ্য হেগে পৌঁছেছেন। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) অবস্থিত। আইসিজেতে জেনোসাইডবিরোধী সনদ লঙ্ঘন ও রোহিঙ্গা জেনোসাইড সংঘটনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা চলছে। অন্যদিকে আইসিসির নির্দেশে এর প্রসিকিউটরের দফতর রোহিঙ্গা গণহত্যা, গণবাস্তুচ্যুতিসহ গুরুতর অপরাধের অনুসন্ধান চালাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন