![](https://media.priyo.com/img/500x/https://www.dailyinqilab.com/news_original/1599720861_araihazar-photo-alall-copy.jpg)
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আলাল মোল্লা( ১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলাল মোল্লা উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বকুল মোল্লার ছেলে এবং পুরিন্দা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) গাজী শামীম জানান, সকাল ৭টার দিকে আলাল মটর সাইকেল দিয়ে মাধবদীর দিকে যাওয়ার পথে উপজেলার পুরিন্দা এলাকায় এলে অজ্ঞাত নামা একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ স্বজনরা নিয়ে গেছে। পুলিশ চালক বা গাড়ী আটক করতে পারেনি।