পদ্মার ভাঙনে এবার হুমকির মুখে লক্ষ্মীনগর স্কুলসহ শতাধিক বাড়ি

যুগান্তর বাঘা প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:২২

আবারও নতুন করে পানিবৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙছে পদ্মার পাড়। চাপ চাপ মাটি ধসে পড়ে দীর্ঘ হচ্ছে ভাঙনের চিত্র। প্রায় চার কিলোমিটার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত একর জমিসহ গাছপালা ও ঘরবাড়ি। এক সপ্তাহের ব্যবধানে ভাঙনে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালীদাসখালী ও লক্ষ্মীনগর চরের দেড় শতাধিক মানুষ আশ্রয় হারিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।


হুমকিতে রয়েছে লক্ষ্মীনগর স্কুলসহ আরও শতাধিক বাড়ি। জানা যায়, চকরাজাপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কালীদাসখালী ও লক্ষ্মীনগর চরের মানুষ ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং হুমকির মধ্যে রয়েছে শতাধিক পরিবার ও লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে ভাঙন থেকে ১৫০ মিটার দূরে রয়েছে স্কুলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও