![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Feccb644f-9919-4053-80d7-43f70b0f4eba%252F_DH1210_20200909_2.png%3Frect%3D0%252C68%252C1134%252C595%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ঐতিহ্যবাহী ভবন ভাঙার তোড়জোড়
সামনে সবুজ চত্বর। প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় স্থানটা থাকে আড্ডামুখর। সবুজ ঘাসে বসে কেউ গলা ছেড়ে গান ধরেন। কেউবা করেন আবৃত্তি। প্রাচীন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুমিল্লা টাউন হলে এ চিরচেনা এক দৃশ্য। এ যেন কুমিল্লাবাসীর নিশ্বাস নেওয়ার একটুকরো শান্তিনিকেতন।
নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের এই টাউন হলে অবস্থিত বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন। ১৩৫ বছরের এই স্থাপনা ভেঙে বহুতল স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্ষোভে ফুঁসছেন সংস্কৃতিপ্রেমীরা।