![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/09/b828254a4d5818703d37479aa23d364f-5f5905bf9b5ef.jpg?jadewits_media_id=687704)
সড়কে ৯১ মামলায় ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা
গণপরিবহনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বেশকিছু এলাকায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বুধবার (৯ সেপ্টেম্বর)নতুন সড়ক পরিবহন আইনে ৯১টি মামলায় ১ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।