শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে খুলে যাচ্ছে যোগাযোগের নতুন দুয়ার
শেরপুর ময়মনসিংহ ৬৯ কি.মি. মহাসড়কটি দীর্ঘদিন ধরে সরু অবস্থায় রয়েছে।এই সরু সড়ক দিয়ে শেরপুর-কুড়িগ্রাম-জামালপুর ও ময়মসিংহের (হালুয়াঘাট) একাংশের মানুষের যাতায়াত। জেলায় রেল লাইন নেই বলে কৃষি সমৃদ্ধ খাদ্য উদ্বৃত্ত এই অঞ্চলের পণ্য এই সড়ক দিয়েই দেশের বিভিন্ন অঞ্চলে আনা নেওয়া করা হয়। রাস্তা সরু হওয়াতে যানজট ও ধীরে ধীরে গাড়িগুলো চলাচল করতে হয় বলে সময়ও লাগে বেশি। আর দুর্ঘটনাতো লেগেই থাকে। বর্তমানে এই রাস্তার প্রস্থ ১৮ ফিট। আজ বুধবার থেকে রাস্তার প্রস্থ ৩৪ ফিট করতে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই রাস্তাটির প্রস্থ ডাবল করতে দেড় দুই বছর লাগবে বলে সূত্র জানিয়েছে।
এই সড়কের প্রস্থ ডাবল হয়ে গেলে এই অঞ্চলের যোগাযোগে নতুন দুয়ার উন্মোচিত হবে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে এই রাস্তা করতে সরকারের অর্থ ব্যয় হবে প্রায় ৮শ কোটি টাকা। শেরপুর থানা মোড় থেকে শেরপুরের সড়ক বিভাগ নকলা উপজেলার (শেরপুর অংশ) সীমান্ত বাঁশহাটি পর্যন্ত ৩০ কি.মি. রাস্তা করতে খরচ হবে প্রায় ৩শ কোটি টাকা।