কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সমস্যা সমাধান না করে উল্টো কর্তৃপক্ষের মানববন্ধন

প্রথম আলো সাতক্ষীরা প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

সাতক্ষীরা পৌরসভায় জলাবদ্ধতাসহ নানা সমস্যা সমাধানের দাবিতে গত সোমবার নাগরিক আন্দোলন মঞ্চ মাদুর ও বালিশ নিয়ে মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করে। কিন্তু সমস্যা সমাধানে পদক্ষেপ না নিয়ে আজ বুধবার উল্টো নাগরিক আন্দোলনের বিরুদ্ধে মানববন্ধন করেছে পৌর কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষ বলছে, আগামী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে জলাবদ্ধতার নামে নাগরিক আন্দোলন মঞ্চ এসব আন্দোলন করছে। জেলা শহরের শহীদ নাজমুল সরণির মিনি মার্কেটের সামনে আজ সকাল সাড়ে দশটার দিকে ওই মানববন্ধন করা হয়। এতে পৌরসভার মেয়র তাসকিন আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম। বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ডের শেখ আবদুস সেলিম, ৪ নম্বর ওয়ার্ডের কাজী ফিরোজ হাসান, ৭ নম্বর ওয়ার্ডের শেখ জাহাঙ্গীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের শেখ শফিক উদ দৌলা প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও