রিয়াকে সমর্থনকারী তারকাদের তুলোধুনো করলেন সুশান্তের বোন
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুতে সংশ্লিষ্টতা পাওয়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার গ্রেফতার করেছে এনসিবি। এতে রিয়ার পক্ষাবলম্বন করেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার অনেক তারকা। আর এসব তারকাদের তুলোধুনো করেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কৃতি।
সম্প্রতি বলিউডের বিদ্যা বালান, তাপসী পান্নু, কারিনা কাপুর খান, অনুরাগ ক্যাশাপ, হ্যানসাল মেহতা, দক্ষিণী সিনেমার লাকস্মী মাঞ্চু রিয়ার পক্ষে কথা বলেন। রিয়ার সমর্থনে সিনেমার তারকাদের টি শার্টে লেখা কথার বিপরীতে প্রয়াত ভাইয়ে পক্ষ নিয়ে টুইট করেন শ্বেতা সিং কৃতি।
ছবিতে তিনি লিখেন, গোলাপ লাল, নিগৃহ নীল, চলুন আমি ও আপনি অধিকারের জন্য দাঁড়াই। ছবির ক্যাপশনে কৃতি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন, সুশান্ত সিং রাজপুতের বিচার চাই।