নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার এক বিবৃতিতে বলেন, দেশে নিত্যপণ্যের মূল্য অব্যাহতভাবে বেড়েই চলছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শতভাগ পর্যন্ত দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে চাল প্রতি কেজিতে ৭ টাকা, আটা ১০ টাকা, ডাল ১০ টাকা, পেয়াজ ৩০-৪০ টাকা, রসূন ২০ টাকা, প্রতি ডজন ডিমে ১০-১৫ টাকা এবং প্রতি লিটার তেলে ৪-৫ টাকা হারে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও চিনির মূল্য কেজিতে ১০-১২ টাকা বৃদ্ধি পেয়েছে। সকল প্রকার সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.