ভারতের কাছ থেকে শিখুক পাকিস্তান
ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১০৯টি সেঞ্চুরি তাঁর। যে কারণে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করে তাঁকে ‘এশিয়ান ব্র্যাডম্যান’ বলা হতো। পাকিস্তানের হয়ে ক্রিকেট মাঠে তাঁর অবদানের জন্য আইসিসির হল অব ফেমে তাঁর নামটি অন্তর্ভুক্ত হয়েছে, এখনো দিন বিশেক হয়নি। সেই জহির আব্বাস যখন কিছু বলেন, সেটির আলাদা গুরুত্ব থাকে বটে!
পাকিস্তান দলকে পরামর্শটা দিয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান। যদিও পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে পরামর্শটা কতটা প্রীতিকর মনে হবে, সে একটা প্রশ্ন বটে। কী পরামর্শ? দলের দরকারের সময়ে ব্যাটিংয়ে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটি যেন ভারতের ব্যাটসম্যানদের কাছ থেকে শিখে নেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেট
- শেখা
- জহির আব্বাস