শেষ ম্যাচের জয়ে শীর্ষস্থানেই থাকলো অস্ট্রেলিয়া

ডেইলি বাংলাদেশ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭

স্বাগতিক ইংল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও হারানোর শঙ্কায় পড়ে সফরকারী অস্ট্রেলিয়া। কিন্তু গত রাতে তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়ে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলো অজিরা। তবে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড।
আগের ম্যাচের নায়ক ওপেনার জশ বাটলার এবং নিয়মিত অধিনায়ক ইয়োন মরগানকে ছাড়া তৃতীয় ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড। এ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন অলরাউন্ডার মঈন আলী। টানা তৃতীয় ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে অস্ট্রেলিয়া। দলীয় ৪ রানেই ফেরেন ওপেনার টম ব্যান্টন। ২ রান করেন তিনি।

শুরুতে উইকেট হারানোর ধাক্কা ভুলিয়ে দেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ৩৯ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। মালান ২১ রানে ফিরলেও, টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন বেয়ারস্টো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত