নদীর মাঝে বাঁধ দিয়ে মাছচাষ করছেন ছাত্রলীগ নেতা

জাগো নিউজ ২৪ পুঠিয়া প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৭

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সন্ধ্যা নদী দখল করে মাছচাষ করছেন স্থানীয় প্রভাবশালীরা। মৎস্য কমিউনিটি এন্টারপ্রাইজের নামে সাবেক ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম নদীতে এ মাছ চাষ করছেন। সাইনবোর্ড ঝুলিয়ে নদীতে মাছের উৎসমুখ দখল করেছেন। নদীতে কাউকে নামতেও দিচ্ছেন না এই সাবেক ছাত্রলীগ নেতা। স্থানীয়দের অভিযোগ, নদীর উসৎমুখের এক কিলোমিটার জুড়ে বাঁধ দেয়া হয়েছে। এতে আটকে গেছে নদীর প্রবাহ। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসকে ম্যানেজ করে এই কাণ্ড ঘটিয়েছেন প্রভাবশালীরা।


এতে এলাকার প্রকৃত মৎস্যজীবী পরিবারগুলো পড়ছে চরম ভোগান্তিতে। জানা গেছে, সন্ধ্যা নদীর এই গভীরতম স্থান উন্মুক্ত ছিল। এ বছর স্থানীয় প্রভাবশালীরা নন্দনপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বাঁধ দিয়ে মাছচাষ শুরু করেছেন। তারা উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার বিশেষ সহযোগিতায় রীতিমত কথিত মৎস্য কমিউনিটি এন্টারপ্রাইজের নামে একটি সাইনবোর্ড ঝুলিয়েছে নদীপাড়ে। নদীর পাশাপাশি তাদের দখলে স্থানীয় ব্যক্তি মালিকানা জমিও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও