‘নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, এটি রাজনীতির জন্য শুভ সংবাদ’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সকল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, এটি রাজনীতির জন্য একটি শুভ সংবাদ। বিএনপির এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর গুরুতর অসুস্থ রফিকুল ইসলাম মিয়া আইসিইউতেবিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর অসুস্থচাঁদপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন চান চারজন ওবায়দুল কাদের বলেন, সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশ নেয়ার কোনো বিকল্প নেই। বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনী রাজনীতিতে বিএনপির এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.