স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে ৪ আসামি

প্রথম আলো কক্সবাজার জেলা জজ আদালত প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:০১

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এএসপি মো. খাইরুল ইসলাম বলেন, দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে সিনহা হত্যা মামলার এই চার আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাঁরা স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। এ জন্য বুধবার তাদের কক্সবাজার আদালতে নেওয়া হয়েছে।

এই চারজন হলেন টেকনাফ থানার সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাঁদের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। গত রোববার এই চার আসামিকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও