নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ৮ দিন পর মিলল কলেজছাত্রের লাশ
গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ কলেজছাত্র হাবিল সিকদার (১৯) এর লাশ আটদিন পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় মধুমতি নদীর থেকে লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। হাবিল সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল গাজী ও নিহতের পরিবার সাংবাদিকদের জানিয়েছেন, টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয় এলাকার লোকজন। বিষয়টি টুঙ্গিপাড়া পুলিশকে জানাই এবং হাবিল সিকদারের ছোট ভাই রাসেল সিকদার লোকজন নিয়ে লাশের কাছে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.