৫ বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি: ২০২১ সালের বদলে ২০২৪ কেন?
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সরকারের আইসিটি বিভাগ ঘোষণা দিয়েছিল, ‘২০২১ সালের টার্গেট ৫ বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি’। কিন্তু সেই টার্গেট পূরণ হচ্ছে না। টার্গেটের বছর পুনর্নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালকে। দুই বছরের মধ্যে (২০১৯ সালের শুরুতে নতুন করে ভাবা হয়) টার্গেট পূরণ হওয়া সম্ভব হবে না বলে নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছরের করোনা মহামারি টার্গেট পূরণ না করতে পারার অন্যতম কারণ বলে বিবেচিত হওয়ায় খাত সংশ্লিষ্টরা বলছেন, এ বছর করোনা না হলেও টার্গেট পূরণ করা সম্ভব হতো না।
প্রসঙ্গত, পাঁচ বিলিয়ন ডলার রফতানির টার্গেট ঘোষণার সময় আরেকটি ঘোষণাও দেওয়া হয়, ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডলারের সফটওয়্যার রফতানি। ২০১৯ সালের শুরুতে সেই টার্গেট পূরণ হলেও পাঁচ বিলিয়ন ডলার আয়ের টার্গেট পিছিয়ে যায়। নতুন টার্গেট নির্ধারিত হয়েছে ২০২৪ সাল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.