![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/08/og/223439_bangladesh_pratidin_uro-1.jpg)
অন্ধত্ব দূর করার নতুন উপায় বের করে ১০ লাখ ইউরো পুরস্কার
অন্ধত্ব দূর করার এক নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য জার্মানির ক্যোরবার ফাউন্ডেশন পুরস্কার পেয়েছেন এক হাঙ্গেরিয়ান গবেষক। অসাধারণ এ কাজের স্বীকৃতি হিসেবে তাকে এক মিলিয়ন ইউরোর চেক দেয়া হয়েছে। ইউরোপীয় বিজ্ঞান বিষয়ক গবেষণায় ২০২০ সালের ক্যোরবার পুরস্কার পেলেন গবেষক বোটন্ড রোসকা।